দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহের ৫ দিনের লেনদেন কোম্পানিটির শেয়ার দর ১৭.৯৬ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে।

ডিএসই থেকে পাওয়া তথ্যানুযায়ী, সপ্তাহ জুড়ে ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারেে ৪৬ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৭ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে এ কোম্পানির ৪৯ কোটি ১ লাখ ২০ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৮০ লাখ ২৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৯৩ শতাংশ। সপ্তাহজুড়ে এ কোম্পানির ৪ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকা লেনদেন হয়। যা গড়ে প্রতিদিন ৯৩ লাখ ৮৫ হাজার টাকা।

এছাড়া টপটেন গেইনারের তালিকায় থাকা অন্য ৭ কোম্প কোম্পানি হলো, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, অগ্রণী ইন্স্যুরেন্স, তাওফিকা ফুডস, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিডি ল্যাম্পস ও পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ এপ্রিল, ২০২২)