অবশেষে শ্রীলঙ্কায় পৌঁছাল জ্বালানি তেল
দ্য রিপোর্ট ডেস্ক: দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ডিজেলের জন্য হাহাকার চলতে থাকা শ্রীলঙ্কায় অবশেষে পৌঁছেছে এই জ্বালানি তেল। শনিবার ৪০ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বন্দরে পৌঁছেছে। খবর এনডিটিভির।
এই ৪০ হাজার টন ডিজেলের দাম পড়েছে ১০০ কোটি ডলার। এ অর্থ দিয়েছে ভারত। শনিবার সন্ধ্যার মধ্যেই রাজধানী থেকে দেশের সব এলাকায় ডিজেল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার কর্মকর্তারা।
পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকায় আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি কিনতে পারছিল না শ্রীলঙ্কা; কিন্তু ডিজেলের অভাবে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল দেশটির স্বাভাবিক জনজীবন।
ডিজেলের অভাবে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল, ফলে গত প্রায় এক মাস ধরে প্রতিদিন ১০-১২ এমনকি ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে বাধ্য হয়েছেন দক্ষিণ এশিয়ার এই দ্বীপদেশের সাধারণ মানুষজন।
একই কারণে প্রায় অচল হয়ে পড়েছিল দেশটির গণপরিবহন ব্যবস্থা। বৃহস্পতিবার থেকে একেবারেই অল্পসংখ্যক বাস চলছে দেশটিতে; এবং যেসব বাস চলেছে, তার প্রায় সবই সরকারি।
ডিজেল ও বিদ্যুতের অভাবে দেশটির অধিকাংশ হাসপাতাল সার্জারি বন্ধ রেখেছিল। এমনকি দেশেটির সড়কবাতিগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল বিদ্যুৎ সাশ্রয়ের জন্য।
এখন ডিজেল এসে যাওয়ায়, এসব সমস্যা কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০২ এপ্রিল, ২০২২)