দ্য রিপোর্ট ডেস্ক: শ্রীলংকায় চলমান অস্থিরতার মধ্যেই গোপনে দেশ ছেড়েছেন দেশটির সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপাকসে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশে কলম্বো ত্যাগ করেন নিরুপমা। খবর শ্রীলংকার জাতীয় দৈনিক সিলন টুডের।

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের চাচাতো বোন নিরুপমা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। করফাঁকি, দুর্নীতি ও মুদ্রাপাচারের অভিযোগে অভিযুক্ত নিরুপমার নাম প্যান্ডোরা পেপার্সেও এসেছিল।

এদিকে চরম অর্থনৈতিক সংকটে গণঅসন্তোষের মধ্যে শ্রীলংকার ক্ষমতাসীন জোটেও ভাঙন দেখা দিয়েছে। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট।

দেশে জ্বালানির হাহাকার। পরিবহণ প্রায় বন্ধ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিংও করা হচ্ছে দেশজুড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর জনতা। এ কারণে আর্থিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলংকায় ১ এপ্রিল জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়া। তা জারি করা হয় ৩ এপ্রিল।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ এপ্রিল, ২০২২)