ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দুপুরে মাঠে নামছে টাইগাররা
দ্য রিপোর্ট ডেস্ক: ডারবান টেস্টে পঞ্চম দিনের লড়াইয়ে শেষ পর্যন্ত ২২০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে মুমিনুল হকের দল।
শুক্রবার (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। প্রথম টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়ারা। সিরিজ ড্র করার পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের জন্য জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। যদিও দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো টেস্ট জয়ের রেকর্ড নেই বাংলাদেশের, এমনকি কোনো ভেন্যুতেই প্রোটিয়াদের টেস্টে হারাতে পারেনি টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরতে যাচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। যিনি দীর্ঘ সময় পর টেস্ট খেলতে নামবেন। তামিম একাদশে ফিরলে জায়গা হারাতে পারেন সাদমান ইসলাম।
তবে একাদশে থাকছেন না তাসকিন আহমেদ। চোটের কারণে দেশে ফিরে এসেছেন তারকা এই পেসার। তার সঙ্গে ফিরেছেন চোটের কারণে প্রথম টেস্টেও খেলতে না পারা তরুণ পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ এই ম্যাচেও তিন পেসার নিয়ে খেললে এবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদের সঙ্গে সুযোগ মিলতে পারে আবু জায়েদ চৌধুরী রাহীর। তবে সম্ভাবনা আছে স্পিনার তাইজুল ইসলামেরও।
জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে। অনলাইনে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে র্যাবিটহোলে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম/আবু জায়েদ চৌধুরী রাহী।
দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রিয়ান রিকেলটন, কাইল ভেরেইন, উইয়ান মাল্ডার, কেশব মহারাজ, সিমন হার্মার, লিজার্ড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।
(দ্য রিপোর্ট/আরজেড/০৮ এপ্রিল, ২০২২)