দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মস্কোর ওপর আরোপ করা পশ্চিমার নিষেধাজ্ঞা অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা।


টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

রাশিয়ার সাবেক এ প্রেসিডেন্ট পশ্চিমা এ সব কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে এগুলো অবৈধ বলে দাবি তার।

মেদভেদেভ বলেন, নির্দিষ্ট দেশ বা তাদের সংস্থার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ রুশ ফেডারেশনের বিরুদ্ধে আন্তর্জাতিক আগ্রাসন।

সতর্ক করে দিয়ে তিনি বলেন, কারও সন্দেহ থাকা উচিত নয় যে, আন্তর্জাতিক আইন ও সীমার মধ্যে নিজেকে রক্ষা করার অধিকার রাশিয়ার রয়েছে।

রাশিয়ার সাবেক এ প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞা রাশিয়াকে অস্থিতিশীল করবে না। এর প্রভাবও হবে উল্টো। যে সব দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের প্রতি ‘নেতিবাচক মনোভাব’ পোষণ করবে আমার দেশ।

যুক্তরাজ্য সর্বশেষ যাদের নিষেধাজ্ঞা দিয়েছে তাদের মধ্যে অন্যতম মেদভেদেভ। তিনি বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান। তিনি ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ও ২০১২ থেকে ২০২০ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন ‍শুরু করে। এর প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে। সম্প্রতি পুতিনের দুই মেয়েরও ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ এপ্রিল, ২০২২)