দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতা শেহবাজ শরিফ খান বলেছেন, প্রতিশোধ নেবে না নতুন সরকার।

রোববার (১০ এপ্রিল) প্রথম প্রহরে পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাবার পর তিনি এ মন্তব্য করেন।

শেহবাজ শরিফ বলেন, আমি অতীতের তিক্ততায় ফিরে যেতে চাই না। আমরা সেসব ভুলে এগিয়ে যেতে চাই। আমরা প্রতিশোধ নেব না, অন্যায় করব না। আমরা বিনা কারণে কাউকে কারাগারে পাঠাব না। আইন ও বিচার তার নিজস্ব গতিতে চলবে।

এর আগে, দিনভর নানা নাটকীয়তা শেষেও নিজের পতন ঠেকাতে পারেননি ইমরান খান। অ্যাসেম্বলিতে ৩৪২টি ভোটের মধ্যে ইমরানের বিরুদ্ধে অনাস্থার ভোট পড়েছে ১৭৪ টি।

অনাস্থা ভোটের আগে শুক্রবার ইমরান খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেহবাজ শরিফ প্রধানমন্ত্রী হলে ‘আমেরিকার দাসত্ব করবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/১০ এপ্রিল, ২০২২)