‘কেমন আছো, আমি তোমাকে ভালোবাসি’: মোস্তাফিজকে ওয়ার্নার
দ্য রিপোর্ট ডেস্ক: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। নতুন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে নামের প্রতি সুবিচার করতে পারেননি, মাত্র ৪ রান করেন। কিন্তু তার উপস্থিতি দিল্লির ব্যাটিং লাইনকে আরো আত্মবিশ্বাসী করে তুলছে। তাছাড়া নতুন দলে এলেও সতীর্থদের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার।
আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় অবাক করে দিলেন বাংলাভাষাভাষী ক্রিকেটপ্রেমীদের। এই দলে খেলছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। তিনিই হয়তো বেশি আশ্চর্য হয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে বাংলায় এক সতীর্থের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।
দিল্লি তাদের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে বাংলা ভাষায় মোস্তাফিজকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাকে। তিনি ইংরেজিতে বলছেন, ‘হ্যালো বাডি, হাউ আর ইউ?’ তারপরই বলেন, ‘কেমন আছো? আমি তোমাকে ভালোবাসি।’
ক্যাপশনে দিল্লি লিখেছে, ‘দুই পক্ষের ভক্তদের জন্য ডেভিড ওয়ার্নারের কাছ থেকে একটি বার্তা। একটি দুর্দান্ত ম্যাচের জন্য উন্মুখ আমরা।’
এর আগে ওয়ার্নারের সঙ্গে মোস্তাফিজ একই দলে খেলেছেন। দুজনকে দেখা গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে।
(দ্য রিপোর্ট/আরজেড/১০ এপ্রিল, ২০২২)