দ্য রিপোর্ট ডেস্ক: প্রধানমন্ত্রীত্ব হারানোর পর প্রথমবারের মতো পার্লামেন্টে এলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

সোমবার দুপুরে তিনি জাতীয় পরিষদে আসেন। খবর জিও নিউজের।

পার্লামেন্টে আজ নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট হবে।

ইমরান খান পার্লামেন্টে আসার পরপরই পিটিআই নেতারা স্লোগান দিতে থাকেন। এসময় রবিবার রাতে তার আহ্বানে হওয়া দেশজুড়ে বিক্ষোভ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ হায় (সম্মান দেওয়ার মালিক আল্লাহ)।

রবিবার রাতে পাকিস্তানের বিভিন্ন শহরে ইমরান খানের আহ্বানে লাখ লাখ মানুষ রাস্তায় অহিংস বিক্ষোভ করেন।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে সংসদীয় দলের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। একই সঙ্গে পার্লামেন্ট থেকে পিটিআইয়ের সদস্যদের গণ পদত্যাগ নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। যদিও পদত্যাগ নিয়ে ইতোমধ্যে দলে বিভেদ ‍সৃষ্টি হয়েছে।

এর আগে গত শনিবার রাতে পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। দেশটিতে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারানো প্রথম প্রধানমন্ত্রী তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ এপ্রিল, ২০২২)