ক্ষমতা পেয়েই কর্মচারীদের বেতন বাড়ালেন শাহবাজ
দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে (জাতীয় পরিষদ) দেওয়া প্রথম ভাষণে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন শাহবাজ শরিফ। এর আগে এটি ১৫ হাজার রুপি ছিল।
সোমবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। ১ এপ্রিল থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলেও জানান তিনি। এর আগে অনাস্থা প্রস্তাবে ইমরান খান ক্ষমতা হারানোর দু’দিন পর এদিন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের এই সভাপতি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। খবর জিওটিভির।
শাহবাজ শরিফ ইমরান সরকার বিরোধী জোট থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। যদিও তার নির্বাচনের সময় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগের ঘোষণা দিয়ে পার্লামেন্ট ওয়াক আউট করেন। শাহবাজ পার্লামেন্টে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন।
এসময় ইমরান প্রশাসনকে খোঁচা দিয়ে তিনি বলেন, শুধু কথাতেই যদি দেশ এগোতো, তাহলে পিটিআই আমলেই আমরা বিশ্বের নেতৃস্থানীয় দেশের সারিতে থাকতাম।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের আগের সরকারের প্রভাব ধুয়ে ফেলতে হবে। নাহলে আমরা ব্যর্থ হবো… আমাদের অর্থনীতির অবস্থা খুবই খারাপ।
শাহবাজ জানান, তার সরকার পাকিস্তানকে একটি ‘বিনিয়োগ স্বর্গ’ হিসেবে গড়ে তুলতে ব্যবস্থা নেবে। এর মাধ্যমে দেশটি সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/১২ এপ্রিল, ২০২২)