দ্য রিপোর্ট ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণের পর প্রথমবার ওমরাহ পালন করেছেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার দাউদ কিম।

গত ২ এপ্রিল রমজানের প্রথম দিন মক্কা ভ্রমণ করেন। পবিত্র কাবা প্রাঙ্গণ ও মদিনার বর্ণিল দৃশ্য তুলে ধরেন তার প্রতিদিনের ভিডিও বার্তায়। পুণ্যভূমিতে এসে পবিত্র রমজান মাসে রোজা, নামাজ ও ওমরাহ পালনের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

সেখানকার ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ ও আধ্যাত্মিক আবহ তার মধ্যে তৈরি করে অন্য রকম অনুভূতি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিওতে কিম বলেন, অবশেষে আমি মক্কায় এসেছি। আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। কারণ আল্লাহ আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে পবিত্র এ স্থানে আসতে পেরে মহান আল্লাহর কাছে এ জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্লগার জে কিম ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ইসলাম গ্রহণ করে দাউদ কিম নাম ধারণ করেন। ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি সারা বিশ্বে বিখ্যাত। নানা বিষয়ে ভিডিও তৈরি করে জনপ্রিয় হয়ে ওঠেন সবার কাছে। তার ইসলাম গ্রহণের ভিডিও এখন পর্যন্ত ৩৯ লাখ ২৫ হাজার ২৯৩ বার ভিউ হয়েছে। সূত্র: আলজাজিরা নেট।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ এপ্রিল, ২০২২)