দ্য রিপোর্ট প্রতিবেদক: রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারী ঘোষিত ধর্মঘট প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১টা ৩৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে বুধবার ভোর ৬টা থেকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ করে দেন রেলওয়ের কর্মীরা।

বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর দাবি মেনে নিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এর পরিপ্রেক্ষিতে ট্রেন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। তবে শিডিউল বিপর্যয়ের পড়া ট্রেনের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে কর্তৃপক্ষ।

রানিং স্টাফ শ্রমিকদের দাবি ছিল, দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ করলে বাড়তি কাজের ভাতা নিয়মিত পাওয়া। তাদের অভিযোগ ছিল, তারা গত দুই বছর থেকে সেই ভাতা পাচ্ছিলেন না। ফলে আজ তারা ধর্মঘটের ডাক দেন। ফলে সকাল থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুপুর ১২টার দিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুরে গিয়ে রানিং স্টাফ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সব দাবির বিষয়ে আমরা ঈদের পর বসে সিদ্ধান্ত নেব। আপনারা এখন ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিন।

মন্ত্রীর বক্তব্য শেষে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, আমাদের শ্রমিকদের দাবি মেনে নেওয়া হবে। তারা সবাই কাজে যোগদান করবেন। অল্প সময়ের মধ্যে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

এরই পরিপ্রেক্ষিতে দুপুর ১টা ৩৫ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন চলার মাধ্যমে রানিং স্টাফ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ এপ্রিল, ২০২২)