দ্য রিপোর্ট ডেস্ক: যাত্রা শুরু হলো নতুন আরেকটি বাংলা বছরের। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪২৯। তাকে স্বাগত জানাতে, উদ্‌যাপন করতে সমগ্র বাঙালি জাতি এক কাতারে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক উৎসবের দিন এটি। এমন দিন উদযাপনে পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররাও। বৈশাখের নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভক্ত-সমর্থকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব-তামিমরা। প্রাণের উৎসবের আনন্দ ভাগাভাগি করেছেন দেশবাসীর সঙ্গে।

বাংলা ১৪২৮ সালের শেষটা হয়েছে দক্ষিণ আফ্রিকায় টেস্ট হার দিয়ে। তবে তার আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশ খেলেছে দারুণ। নিউজিল্যান্ডের মাটিতেও টেস্ট জিতেছে টাইগাররা। আজ সূর্যোদয়ের সঙ্গে নতুন আরেকটা বছরের শুরুতে বাংলাদেশ দলের কাছে প্রত্যাশাটা নিশ্চয়ই বেড়ে যাচ্ছে আরও। তবে আপাতত সময়টা উৎসব আর উদযাপনের।

উৎসবের রঙে রাঙা বৈশাখের রঙ লেগেছে ক্রিকেটারদের মনেও। আনন্দের এই ক্ষণে তারা শুভেচ্ছা জানিয়েছে দেশের মানুষের।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সকল বাঙালিকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লিখেছেন, 'বৈশাখের রঙে আমাদের সকলের জীবন হয়ে উঠুক রঙিন। উৎসব ও উল্লাসে স্বাগত জানাই নতুন বাংলা বছরকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯।'

শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবালও। নতুন বছরে সকলের জীবন সুখ-শান্তিতে ভরে উঠুক -এমন প্রত্যাশাই করছেন ড্যাশিং এই ওপেনার।

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন 'মিস্টার ডিপেন্ডেবল' খ্যাত মুশফিকুর রহিম। তিনিও নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভক্ত-সমর্থকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় দলের বাহিরে থাকা হার্ডহিটার ব্যাটার সৌম্য সরকার অসুন্দরের ছেদন ও নতুন সৃজনের প্রত্যাশা নিয়ে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তার অফিসিয়াল ফেসবুক পেজে সৌম্য লিখেছেন,

'ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন
আসছে নবীন জীবন ধারা অসুন্দরে করতে ছেদন
তোরা সব জয়ধ্বনি কর।

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা'

১৪২৮ বাংলা সনে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও অনেক। নতুন বছরে আরও ভালো ফলাফল করবে টাইগাররা এমনটাই আশা থাকবে বাংলাদেশ দলের ভক্ত-সমর্থকদের।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ এপ্রিল, ২০২২)