দ্য রিপোর্ট প্রতিবেদক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা আর নেই।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অপূর্ব নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

এদিন বেলা ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বাবার মৃত্যুর খবর জানিয়ে তিনি লেখেন, 'আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।'

জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন অপূর্বর বাবা। অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ এপ্রিল, ২০২২)