দুদকের মামলায় মহিউদ্দিনের স্থায়ী জামিন
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দুদকের করা একটি আয়কর ফাঁকি মামলায় স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের আইনজীবী ইফতেখার সাঈমুল চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আতাউর রহমানের আদালত এ জামিন দেন।
একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি আবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
প্রসঙ্গত, ২০০৬ সালের ১১ জানুয়ারি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/আরকে/মার্চ ২৭, ২০১৪)