সবচেয়ে বেড়েছে জেএমআই হসপিটালের শেয়ারের দাম
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ সপ্তাহে নতুন কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
ডিএসইরসাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই ওয়েবসাইট সুত্রে পাওয়া তথ্যমতে, গেলো সপ্তাহে শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের মূল্য দাঁড়ায় ৫১ টাকা ৪০ পয়সায়। যা আগের সপ্তাহ শেষে ছিলো ৩৫ টাকা ৩০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৬.১০ টাকা বা ৪৫.৬১ শতাংশ বেড়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসির ১১ দশমিক ৪৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১০ দশমিক ১৫ শতাংশ, সোনালী পেপারের ৮ দশমিক ৫০ শতাংশ, অ্যাপেক্স ট্যানারির ৮ দশমিক ৪৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৭ দশমিক ৫৯ শতাংশ, সিটি ব্যাংকের ৫ দশমিক ৫৮ শতাংশ, ফার্ম এইডসের ৫ দশমিক ৫৬ শতাংশ, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৪৮ শতাংশ এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৫ দশমিক ২১ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।
(দ্য রিপোর্ট/ টিআইএম/১৬ এপ্রিল/২০২২)