দ্য রিপোর্ট ডেস্ক: আইপিএলের পঞ্চম ম্যাচে মুস্তাফিজুর রহমানের ওভারে দীনেশ কার্তিক ব্যাট হাতে ঝড় তুলেছেন। ম্যাচ শেষে দিল্লীর অধিনায়ক পান্ট জানালেন ওই ওভারেই ম্যাচ বদলে গেছে।

১৭তম ওভার পর্যন্ত সব ঠিকঠাক-ই ছিল। তখনও রয়্যাল চ্যালেঞ্জার্সের রান ১৩২। তবে সবকিছু উলটপালট হয়ে গেল পরের ওভারেই। ১৮তম ওভারটি মুস্তাফিজের হাতে তুলে দেন দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক পান্ট। ওই ওভারে যা করলেন কার্তিক তা ভুলে যেতে চাইবেন মুস্তাফিজ।

প্রথম বলটি ছিল আউটসাইড অফে, তাও শাফল করে চার বের করলেন। দ্বিতীয় বলটি ছিল স্লোয়ার-কাটার। ওই বল থেকেও চার আদায় করে নিলেন কার্তিক। পরপর তিন বলে তিন চার পরের দুই বলে দুটি ছয় এবং শেষ বলে চার- সব মিলিয়ে ওই ওভার থেকে আসে ২৮ রান।

সেখানেই কি না বদলে যায় দৃশ্যপট। ম্যাচ শেষে পান্টও জানালেন মুস্তাফিজের করা ওই ওভারটির কথা।

“হ্যাঁ, বল শুরুতে কিছুটা উঁচু-নিচু হচ্ছিল। তবে সময় যত গড়াচ্ছিল ততই ব্যাটিংয়ের জন্য ভালো হচ্ছিল উইকেট। আমার মনে হয় মুস্তাফিজের ওই ওভারটি ম্যাচ বদলে দিয়েছে।”

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ এপ্রিল, ২০২২)