দিরিপোর্ট২৪ ডেস্ক : ২০২২ সালের অলিম্পিক আয়োজনের জন্য প্রার্থীতা ঘোষণা করেছে স্টকহোম। সোমবার তারা এই প্রার্থীতা ঘোষণা করেছে; দাবী সুইডিশ অলিম্পিক কমিটির।

কমিটির মুখপাত্র বিজোয়ার্ন ফলিন বলেছেন, ‘আমরা তিনটার সময় (স্থানীয় সময়) ঘোষনা করছি যে স্টকহোম অলিম্পিক গেমস আয়োজনের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে চায়।’ তিনি বলেছেন, ‘জার্মানির বাভারিয়ায় রোববার মিউনিখ শহরের প্রার্থীতা ভোটে বাতিল হলেও সুইডিশ সিদ্ধান্তে হেরফের হবেনা। সুইডিশ অলিম্পিক কমিটি তাদের এই প্রার্থিতাকে সমর্থন দিয়েছে।’

গত মাসে দেশটির ক্রীড়া মন্ত্রী লিনা অ্যাডেলসন বলেছিলেন, ‘সরকার সুইডেনের ওই প্রদেশ থেকে আর্থিক নিশ্চয়তা চায়। আগামী বৃহস্পতিবার অলিম্পিক আয়োজনের আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ। ইতোমধ্যে গেমসটি আয়োজন করার আগ্রহ দেখিয়ে আবেদন করেছে বেইজিং, এলভিব (ইউক্রেন), আলমাটি (কাজাকস্তান) এবং ক্রাকাও। ২০১৫ সালের ৩১ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৭তম অধিবেশনে আয়োজক শহরের নাম চুড়ান্ত করা হবে। উল্লেখ্য এর আগে একবার মাত্র অলিম্পিক গেমস আয়োজন করেছিল সুইডেন। ১০১২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজন করেছিল স্টকহোম।

(দিরিপোর্ট২৪/এএস/নভেম্বর ১২, ‍২০১৩)