মুফতি ইজহারের বিরুদ্ধে পরোয়ানা জারি
চট্টগ্রাম অফিস : নগরীর জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরণ মামলায় মাদ্রাসার পরিচালক মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর জামিন আবেদন খারিজ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমানের আদালতে বৃহস্পতিবার দুপুরে ইজহারুল ইসলাম চৌধুরীর করা জামিন আবেদন খারিজ করে পরোয়ানা জারি করা হয়। একই মামলায় আদালত আগামী ৬ এপ্রিল অভিযোগপত্রভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় নির্ধারণ করেন।
মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ জানান, মুফতি ইজহারুল ইসলাম জামিনের অপব্যবহার করায় আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
প্রসঙ্গত, নগরীর লালখান বাজারে জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে গত বছরের ৭ অক্টোবর বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন আহত হন। আহত তিনজন পরে হাসপাতালে মারা যান।
(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/আরকে/মার্চ ২৭, ২০১৪)