অডেসায় রুশ হামলায় শিশুসহ নিহত ৮, দাবি ইউক্রেনের
দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেন কর্তৃপক্ষ শনিবার রাতে জানিয়েছে, এদিন অডেসা শহরের একটি ফ্ল্যাটবাড়িতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ আটজন নিহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি নিজেও স্থানীয় সময় রাত আটটার দিকে কিয়েভের এক মেট্রো স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হামলা ও হতাহতের কথা বলেন।
জেলেনস্কি সাংবাদিকদের বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রবিবার কিয়েভ সফর করবেনি। ব্লিংকের কিয়েভ গেলে তা হবে যুদ্ধ শুরুর পর থেকে কোন মার্কিন কর্মকর্তার প্রথম ইউক্রেন সফর।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি যুদ্ধ ও শান্তি উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তিনি বলেন, রাশিয়া যদি মারিউপোলে থাকা শেষ ইউক্রেনীয় সেনাদের হত্যা করে বা দখলকৃত খারসনের স্বাধীনতার গণভোট আয়োজন করে তবে তিনি শান্তি আলোচনা বাতিল করবেন।
জেলেনস্কি বলেন, অডেসায় নিহতদের মধ্যে তিন মাসের একটি শিশুও রয়েছে।
এর আগে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছিলেন, দুটি রুশ ক্ষেপণাস্ত্র অডেসা শহরের একটি সামরিক স্থাপনা এবং দুটি আবাসিক ভবনে আঘাত করেছে।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরো বলেন, তিনি মনে করেন রাশিয়া সংঘাতের সময় পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে, কিন্তু তা ব্যবহার করবে না।
এদিকে বিধ্বস্ত দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলের কর্মকর্তারা বলছেন, পরিকল্পনা অনুযায়ী রবিবার শহরের বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া যায়নি।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪ এপ্রিল, ২০২২)