যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি
দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের কাছে মার্কিন সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মাহুতি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের কাছে মার্কিন সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মাহুতি দিয়েছেন।
ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ওয়েন ব্রুস (৫০) নামে এক ব্যক্তি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
নিহত ব্যক্তির বাড়ি কলোরাডো অঙ্গরাজ্যে। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন সেখানেই তিনি মারা যান। তবে কী কারণে ওই ব্যক্তি গায়ে আগুন দিয়েছেন তা জানা যায়নি।
ঘটনার তদন্তের জন্য শুক্রবার হাইকোর্টের চারপাশের এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছিল। শনিবার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
ওয়াশিংটনে সাম্প্রতিক সময়ের চাঞ্চল্যকর পরিস্থিতি মধ্যেই এ ঘটনা ঘটল। এর আগে শুক্রবার উত্তর-পশ্চিম ওয়াশিংটনে এক বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন আহত হয়।
এরপর বুধবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল পার্কে এক প্রদর্শনীর মধ্যে সম্ভাব্য হামলার আশঙ্কায় গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪ এপ্রিল, ২০২২)