১৭ বছর পর কোপা ডেল রে চ্যাম্পিয়ন বেতিস
দ্য রিপোর্ট ডেস্ক: শিরোপা নির্ধারনী ম্যাচের শুরুতেই শনিবার এগিয়ে যায় রিয়াল বেতিস। তবে সমতায় ফিরতে খুব একটা দেরী করেনি ভ্যালেন্সিয়া। যদিও এরপর নির্ধারিত সময়ের মধ্যে আর কোন দলই পায়নি জালের দেখা। অতিরিক্ত ৩০ মিনিটেও স্কোরলাইনে সমতা। অবশেষে টাইব্রেকারে তৈরি হয় ব্যবধান। ভালেন্সিয়াকে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে বেতিস।
সেভিয়ায় শনিবার রাতের ফাইনালে বোরহা ইগলেসিয়াসের গোলে বেতিস এগিয়ে যাওয়ার পর সমতা টানেন হুগো দুরো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা উৎসব শুরু করে বেতিস।
টাইব্রেকারে বেতিসের পাঁচ শটের সবকটিই পায় জালের দেখা। বিপরীতে ভালেন্সিয়ার চারটি শটে গোল হয়। তাদের চতুর্থ শট নিতে এসে উড়িয়ে মারেন যুক্তরাষ্ট্রের উইঙ্গার ইউনুস মুসাহ। ফলে বেতিসের শেষ শট নেওয়া হুয়ান মিরান্দা লক্ষ্যভেদ করলেই শিরোপা নিশ্চিত হয়ে যায়। এই নিয়ে তৃতীয়বার কোপা দেল রের শিরোপা জিতল বেতিস। আগের দুইবার জিতেছিল ১৯৭৭ ও ২০০৫ সালে।
শনিবার ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় বেতিস। ডান দিক দিয়ে আক্রমণে উঠে এক্তর বেইয়েরিন ক্রস বাড়ান ছয় গজ বক্সের মুখে। আর দারুণ হেডে বল জালে পাঠান ইগলেসিয়াস। তবে সমতায় ফিরতে তেমন একটা দেরী করেনি ভ্যালেন্সিয়া। ম্যাচের ৩০তম মিনিটে তারা পেয়ে যায় জালের দেখা। প্রতি-আক্রমণে সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান দুরো।
বিরতির আগে আবার এগিয়ে যেতে পারত বেতিস। তবে সের্হিও কানালেসের শট পোস্টে বাধা পায়। দ্বিতীয়ার্ধেও লড়াই চলে জমজমাট। তবে বেতিসের নাবিল ফেকির ও ভালেন্সিয়ার কার্লোস সলের সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের এই লড়াইয়ে অবশ্য কেউই তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।
টাইব্রেকারেও লড়াই হলো দারুণ। কিন্তু একমাত্র ভুলটা করে বসেন মুসাহ। সুযোগ কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হলো লা লিগার পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর দল বেতিস।
(দ্য রিপোর্ট/আরজেড/২৫ এপ্রিল, ২০২২)