রাশিয়ায় বসছে না আইস হকি চ্যাম্পিয়নশিপের আসর
দ্য রিপোর্ট ডেস্ক: ২০২৩ সালে রাশিয়ায় আয়োজিত হওয়ার কথা ছিল আইস হকির বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। তবে ইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার কাছ থেকে আয়োজক দেশের মর্যাদা কেড়ে নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) এক সভায় এ সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক আইস হকি ফেডারেশনের (আইআইএইচএফ)। সেন্ট পিটার্সবার্গে আগামী ৫ থকে ২১ মে আইস হকির আসর বসার কথা ছিল।
এক বিবৃতিতে আইআইএইচএফ জানিয়েছে, প্রাথমিকভাবে সমস্ত অংশগ্রহণকারী খেলোয়াড়, কর্মকর্তা, মিডিয়া এবং ভক্তদের সুরক্ষা এবং মঙ্গলের জন্য প্রাথমিকভাবে ইভেন্টটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিনল্যান্ডের ট্যাম্পেরে আগামী মাসে আইআইএইচএফের বার্ষিক কংগ্রেসে বিকল্প আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৭ এপ্রিল, ২০২২)