দ্য রিপোর্ট ডেস্ক: অসুস্থ হয়ে পড়লেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বুধবার (২৭ এপ্রিল) ভ্যাটিকানের জনসমাবেশে যোগ দিলেও অসুস্থবোধ করেন ৮৫ বছরের এই যাজক।

গাড়ি থেকে নামার পরই খুঁড়িয়ে-খুঁড়িয়ে হাটছিলেন পোপ। ভর দিয়েছিলেন অন্য যাজকের কাঁধে। সেইন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হাজারও ক্যাথলিকের সামনে ভাষণ দেয়ার সময় নিজেই জানান, অসুস্থবোধ করছেন তিনি। বলেন, ডান হাটুতে প্রচণ্ড ব্যাথা। যার কারণে চলাফেরা এবং দাঁড়াতে হচ্ছে সমস্যা।

এসময় তিনি জানান, চিকিৎসকদের পরামর্শমতো নিয়মিত চেকআপে যাবেন তিনি। আর অসুস্থতার জন্য বেশকিছু আসন্ন অনুষ্ঠান-বৈঠকও বাতিল করেছেন। প্রসঙ্গত, আগে থেকেই মেরুদণ্ডের ব্যাথায় ভুগছিলেন পোপ। গেলো বছর জুলাইয়ে মলাশয়ে বড় ধরনের অস্ত্রোপচার হয় ধর্মগুরুর।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ এপ্রিল, ২০২২)