এক যুগ পর আসছে জেমসের নতুন গান
দ্য রিপোর্ট প্রতিবেদক: এক যুগ পর নিজের মতো করে নতুন গান নিয়ে আসছেন সংগীতের জীবন্ত কিংবদন্তি ‘নগরবাউল’ জেমস।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বসুন্ধরা গুঁড়া মসলার ফেজবুক পেজে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে।
সেই পোস্টে লেখা হয়েছে, বসুন্ধরা গুঁড়া মশলার নিবেদনে একযুগ পরে গুরু জেমস ফিরছেন নতুন গান নিয়ে চাঁদরাতে।
সে পোস্ট থেকে জানা যায়, গানটি আসছে ইউটিউবে ‘বসুন্ধরা ডিজিটাল’ চ্যানেল থেকে। ঈদ উপলক্ষে জেমস ভক্তদের জন্য গানটি নিবেদন করছে ‘বসুন্ধরা গুঁড়া মসলা’।
গানটির বিষয়ে জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক যুগ পর জেমস ভাইয়ের নতুন গান আসছে কথা সত্য। তবে এ নিয়ে বিস্তারিত জানতে হলে আরও অপেক্ষা করতে হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৯ এপ্রিল, ২০২২)