দ্য রিপোর্ট প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌তে রেকর্ড পরিমাণ মোটরসাই‌কেল পারাপারে হয়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজা দি‌য়ে ৭ হাজার ৯৫৯টি মোটরসাই‌কেল পারাপার হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঈদ‌কে কেন্দ্র ক‌রে পরিবহনের পাশাপাশি মোটরসাই‌কেল‌যো‌গে ঝুঁকি নি‌য়ে পরিবার নি‌য়ে বাড়ি যাচ্ছে মানুষ। এতে বঙ্গবন্ধু সেতু‌তে সর্বোচ্চ পরিমাণ মোটরসাই‌কেল পারাপার হ‌য়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৭ হাজার ৯৫৯টি মোটরসাই‌কেল পাড় হ‌য়ে‌ছে; যা গতকাল শুক্রবার মোটরসাই‌কে‌লের পারাপারের সংখ্যা ছিল ৫ হাজারের অধিক। এ ছাড়া মালবাহী ও গণপ‌রিবহনসহ ৪২ হাজার ১৯৯‌টি যানবাহন সেতু পারাপার হ‌য়ে‌ছে। এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ১৮ লাখ ৮ হাজার টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, সেতুর টো‌লের ইতিহাসে এইবারই প্রথম রেকর্ড পরিমাণ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে মোটরসাই‌কেল পারাপার হ‌য়ে‌ছে‌। ত‌বে মানুষজন মোটরসাই‌কে‌লেযো‌গে বে‌শি যা‌চ্ছে। এতে সেতুর পা‌শেই মোটরসাই‌কে‌লের জন‌্য দুটি অস্থায়ী টোলবুথ চালু করা হ‌য়ে‌ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ এপ্রিল, ২০২২)