দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের আকাশে রোববার (১ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার ৩০ রোজা পালন শেষে আগামী মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপন করা হবে।

রোববারর মাগরিব নামাজের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ৬৪ জেলা থেকে ফাউন্ডেশনের উপ-পরিচালকরা জানিয়েছেন যে, দেশের কোথাও চাঁদ দেখা যায়নি।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। সৌদি আরবে সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ মে, ২০২২)