চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে এক শিশুকে ধর্ষণের দায়ে শামসুল আলম (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম বৃহস্পতিবার এ রায় দেন।

পাবলিক প্রসিকিউটর চন্দন তালুকদার জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

প্রসিকিউটর জানান, ২০১১ সালে চন্দনাইশ উপজেলার হাশিশপুর ভারুরিপাড়া গ্রামের আট বছরের এক শিশুকে ধর্ষণ করে শামসুল আলম।

(দ্য রিপোর্ট/কেএইচএস/একে/এনআই/মার্চ ২৭, ২০১৪)