চট্টগ্রামে দুই মিনারেল ওয়াটার কারখানা সিলগালা
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধভাবে পানি প্রক্রিয়াজাত করায় দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠান দু’টিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দু’টি হলো পাহাড়তলীর ওয়েসিস ড্রিংকিং ওয়াটার এবং সাগরিকা বণিকপাড়ার মেসার্স তানহা এন্টারপ্রাইজ।
বৃহষ্পতিবার নির্বাহী ম্যাজিস্টেট আসিফ ইমতিয়াজের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।
বিএসটিআইয়ের উপ-পরিচালক শওকত ওসমান জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এপি/এনআই/মার্চ ২৭, ২০১৪)