নতুন টাকা সালামি না পেলে ঈদ মনে হতো না: পূর্ণিমা
দ্য রিপোর্ট ডেস্ক: ঈদ মানেই আনন্দ। বিশেষ এই দিনটিতে আনন্দ ভাগাভাগি করে নিতে ভুল করেন না শোবিজ অঙ্গনের তারকারাও। সারা বছর ব্যস্ততায় কাটলেও ঈদের দিনটি রাখেন পরিবার-পরিজনদের জন্য। যেমন চিত্রনায়িকা পূর্ণিমা এ প্রসঙ্গে বলেন, ‘এবার ঈদ ঢাকায় করবো। ঈদের দিন বাসাতেই আছি। চট্টগ্রাম যাওয়া হবে না। সবার সঙ্গে বাসায় ঈদ করছি। আত্মীয়স্বজন আসবেন। আমিও বোনের বাসায় বেড়াতে যাবো।’
রোজার মধ্যে ইফতার নিয়ে অনুষ্ঠান করেছেন পূর্ণিমা। ঈদের জন্য নির্মিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অংশ নিয়েছেন।
ছেলেবেলার ঈদ প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘ছোটবেলায় ঈদ আমার খুব ভালো কাটত। ঈদে নতুন জামা, ঈদের সালামি, আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাওয়া অনেক আনন্দের ছিল। নতুন টাকা সালামি না পেলে ঈদই মনে হতো না। এখনকার সময়ের বাচ্চারা ঈদের সে আনন্দ উপভোগ করতে পারে না। প্রতিদিনই ওদের চাহিদাগুলো আমরা পূরণ করে ফেলছি, তার জন্য ঈদে আলাদা করে ওরা সে আনন্দটা উপভোগ করতে পারে না। ঈদ মানেই যে নতুন জামার একটা বিষয় আছে সেটা এখন ওদেরকে বোঝাতে পারি না।’
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ মে, ২০২২)