দ্য রিপোর্ট প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ  বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, যাত্রা করা স্টেশন থেকেই ট্রেনের ফিরতি টিকিট দেয়া হচ্ছে। তাই স্টেশন কাউন্টারে বেশি লাইন দেখা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ১ মে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, যাত্রীর যাত্রা করা স্টেশন থেকেই ফিরতি টিকিট দেয়া হচ্ছে। সেই সঙ্গে অনলাইনেও এ টিকিট পাওয়া যাবে।

তিনি জানান, মূলত সঠিক ব্যবস্থাপনার কারণে ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট নিয়ে অনলাইন ও কাউন্টারে যাত্রীদের চাপ নেই।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ মে, ২০২২)