জাফলংয়ে পর্যটকদের ওপর বেপরোয়া হামলা
দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেটের জাফলংয়ে পর্যটকদের ওপর বেপরোয়া হামলা চালিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এ সময় তারা নারী পর্যটকদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে জাফলং পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, টিকিট বিক্রি ও ছবি তোলার নামে স্বেচ্ছাসেবক নামধারী কতিপয় যুবক পর্যটকদের সঙ্গে চাঁদাবাজি করছিলেন। তারা একটি ছবি তুলে পর্যটকদের জিম্মি করে এক হাজার থেকে ১৫শ’ টাকা দাবি করেন। এ নিয়ে তর্ক-বিতর্কের জেরে ওই যুবকরা বাঁশের লাঠি দিয়ে পর্যটকদের ওপর বেপরোয়া হামলা চালায়। এ সময় তরুণীরা তাদের সঙ্গীদের বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও মারধর, হেনস্তা করা হয়।
জাফলং ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের দ্রুত আটকের চেষ্টা চলছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানিয়েছেন, ঘটনাটি জানার পর আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।সব অভিযুক্তদের দ্রুত আটক করার চেষ্টা চলছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ মে, ২০২২)