চিকিৎসা নিতে লন্ডন গেলেন তাসকিন, চাইলেন দোয়া
দ্য রিপোর্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরে চোট সমস্যায় ভুগছেন তাসকিন আহমেদ। কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই ফিরে আসতে হয় তাকে। খেলতে পারছেন না ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও। এই চোট থেকে পুরোপুরি সুস্থ হতে এবার লন্ডনে গেলেন ডানহাতি এই পেসার।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে লন্ডনের জন্য ঢাকা ছাড়েন তাসকিন। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন এই তারকা খেলোয়াড়। চিকিৎসা করতে যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। ছোট্ট এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার জন্য দোয়া করবেন।’
তাসকিনের আগেই লন্ডনে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সেখানে তাঁর অধীনেই সব চিকিৎসা করাবেন এই তারকা বোলার।
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডেতে বল হাতে দারুণ করেন তাসকিন। সিরিজ সেরাও হন তিনি। কিন্তু টেস্টে সেভাবে জ্বলে উঠতে পারেননি। ফিরতে হয় প্রথম টেস্ট খেলেই। এই কদিন পরিবারের সঙ্গে সময় কেটেছে তার। কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। প্রথমে পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তাসকিন।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ মে, ২০২২)