দ্য রিপোর্ট প্রতিবেদক :দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে আগের কার্যদিবসের থেকে লেনদেন বেড়েছে অনেক। আগের দিন মোট লেনদেন ছিলো ৪৬৮ কোটি ৭ লাখ টাকার। অন্যদিকে আজ বেলা ১টা পর্যন্ত ডিএসইতে ৬৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৬৪৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক সামান্য কমে অবস্থান করছে ১৪৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪৪৫ পয়েন্টে।