ভক্তদের আশ্বস্ত করলেন মাশরাফি
দ্য রিপোর্ট ডেস্ক: অনাকাঙ্খিত চোটে মাশরাফি বিন মুর্তজার পায়ে ২৭ সেলাই পড়েছে। বাসায় দুর্ঘটনায় পড়ে বাম পা কেটে গেছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের। তাতে লেগেছে সেলাই।
বিষয়টি মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা নিশ্চিত করেছেন। শনিবার বিকালের দিকে শোকেসের কাচ ভেঙে পড়ে মাশরাফির পায়ের ওপর। এতে তার বাঁ পায়ের গোড়ালির দিকে অনেকটা কেটে যায়।
অতিরিক্ত রক্তক্ষরণে তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার পায়ে সেলাই করানো হয়। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মাশরাফি।
পরে ফেসবুক পোস্টে ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করেন তিনি, ‘নিশ্চয় মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি এখন। চিন্তা করার মতো গুরুতর অবস্থায় আপাতত নেই ইনশাআল্লাহ। কিছু দিন বেড রেস্টে থাকতে হবে। অনেকেই ম্যাসেজ দিয়েছেন, ফোন করে জানতে চেয়েছেন, আপনাদের সবাইকে জানাতে পরিনি বলে দুঃখিত। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ। আল্লাহর কাজ সব ভালো।’
এমনিতেই ইনজুরিতে জর্জর মাশরাফি। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগেও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। চিকিৎসকের সবুজ সংকেত পেয়ে মাঠে নামেন দ্বিতীয় ম্যাচ থেকেই।
তার নেতৃত্বে লিজেন্ডস অব রুপগঞ্জ রানার্সআপ হয়। বল হাতেও দারুণ উজ্জ্বল ছিলেন এই ডানহাতি পেসার। ১৪ ম্যাচে নেন ২০ উইকেট।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ মে, ২০২২)