দ্য রিপোর্ট ডেস্ক: ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্য দেওয়ায় ইমরান খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল রোববার এক র‍্যালিতে দেওয়া ইমরান খানের বক্তব্যকে তিনি ‘রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেন।

পাকিস্তান মুসলিম লীগ এন-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের এই বক্তব্য রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র।

শাহবাজ বলেন, ইমরান খানের এই ষড়যন্ত্র নিছক রাজনীতির মাঠের নয়, এই ষড়যন্ত্র খোদ পাকিস্তানের বিরুদ্ধে। যারা জাতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বয়ান দেয় তারা ‘মীর জাফর ও মীর সাদিক’ ছাড়া কিছু নয়।

তিনি আরও বলেন, ইমরান খানের বক্তব্যে রাষ্ট্র ও সংবিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাই পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৯ মে, ২০২২)