ফিলিপাইন নির্বাচন: জয়ের পথে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র
দ্য রিপোর্ট ডেস্ক: ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে এগিয়ে রয়েছেন সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনের বেসরকারি ফলাফলে তিনি এগিয়ে রয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি হিসেব অনুযায়ী প্রতিদ্বন্দ্বী লেনি রবার্ডোর ৮৫ লাখ ভোটের বিপরীতে ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের প্রাপ্ত ভোট ১ কোটি ৮০ লাখ। ৩৬ বছর আগে পতন হওয়া মার্কোস পরিবারই ফের ফিলিপাইনের ক্ষমতায় আসার দৌঁড়ে এগিয়ে।
সোমবার সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা যায়। এর আগেই প্রাথমিক জরিপ জেনে যায় সবাই। ভোট জরিপে দেখা যায়, মার্কোস জুনিয়র ধারাবাহিকভাবে তার চেয়ে ৩০ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লেনি রবার্ডোর কাছে হেরেছিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে তাই মুখিয়ে আছেন তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ মে, ২০২২)