দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনিটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকরে র্পষদ সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তথ্য মতে, ‘এসজেআইবিএল থার্ড মুদারাবা সাবর্অডিনিটেড বন্ড’ নামের এ বন্ডের মেয়াদ সাত বছর। এর বৈশিষ্ট্য হলো এটি নন-কনর্ভাটিবল, আনসিকিউরড, পুরোপুরি ফুললি-রিডিমেবল ফ্লোটিং রেট। প্রাইভটে প্লেসেমেন্টর মাধ্যমে এ বন্ড ইস্যু করা হবে। এর মাধ্যমে ব্যাংকটি টায়ার টু মূলধন শক্তিশালী করবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করা হবে।

এর আগে শাহজালাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার আনসিকিউর্ড, কন্টিজেন্ট-কনভার্টেবল, ফুল্লি পেইড আপ, নন-কিউমিলেটিভ, ব্যাসেল-III কমপ্লেইন্ট পাপপেচ্যুয়াল বন্ড অনুমোদন করেছে। বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে বলে জানা গেছে।

সাব-অর্ডিনেটেড বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হয়েছে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।

এছাড়াও ২০১৭ সালে শাহজালাল ইসলামী ব্যাংকের ৪০০ কোটি মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

জানা গেছে, ব্যাংকটি মূলধন টায়ার-২ শর্ত পূরণে সম্পূর্ণরূপে অবসায়নযোগ্য বন্ডটির মেয়াদকাল হবে সাত বছর। যার অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

২০০৭ সালে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ২৯ কোটি ১০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৭৬৭ কোটি ৮৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০২ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৯৫২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৮ দশমিক ২২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৬০, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৭ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার রয়েছে।


(দ্য রিপোর্ট/মাহা/ ১০ মে, ২০২২)