মেয়েকে নিয়ে কাজে ফিরলেন তিশা
দ্য রিপোর্ট ডেস্ক: অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা গত জানুয়ারিতে মা হয়েছেন। এরপর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। মেয়ে ইলহামকে নিয়ে ছিল তার ব্যস্ততা। এই ব্যস্ততা কাটিয়ে তিনি কাজে ফিরেছেন।
রবিবার ‘বিশ্ব মা দিবসে’ মেয়েকে সঙ্গে নিয়েই বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব’ সিনেমার ডাবিং করেছেন। নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান তিনি। তিশা বলেন, ইলহামকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছি। বঙ্গবন্ধু সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছি।
উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে মুজিব সিনেমার শুটিংয়ে অংশ নেন। এ সিনেমায় তার অংশের শুটিং হয়েছে ভারতের মুম্বাইতে। এতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শুটিং শেষে তিশা জানতে পারেন, তিনি মা হতে যাচ্ছেন। তারপর সব ধরনের শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। অবশেষে বিশ্ব মা দিবসে মেয়েকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছেন তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ মে, ২০২২)