দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পুতিন : মার্কিন গোয়েন্দাদের সতর্কতা
দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন গোয়েন্দারা সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘ সময়ের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এমনকি ইউক্রেনের পূর্বাঞ্চলে জয় পেলেও তিনি আগ্রাসন থামাবেন না।
ইউক্রেনের পূর্বাঞ্চলে ভয়ঙ্কর লড়াই অব্যাহত থাকার মধ্যেই মার্কিন গোয়েন্দাদের তরফ থেকে এই সতর্কতা এলো। সেখানে ইউক্রেনের ভূখণ্ড দখলের চেষ্টা করছে রুশ বাহিনী।
এর আগে রাজধানী কিয়েভ দখলের জোর প্রচেষ্টা চালায় রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় বাহিনী কঠোরভাবে রুশ বাহিনীকে প্রতিহত করার পর মস্কো দনবাস অঞ্চল দখলে নিজেদের সৈন্যদের নির্দেশনা দেয়।
মার্কিন গোয়েন্দারা বলছেন, রুশ বাহিনী সেখানেও সফল হতে পারছে না। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান এভ্রিল হাইনেস স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সিনেট কমিটিকে বলেছেন, পুতিন এখনো দনবাসের বাইরেও লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে আছেন। কিন্তু তিনি তার উচ্চাকাঙ্ক্ষা এবং রাশিয়ার বর্তমান সামরিক সক্ষমতার মধ্যে অমিলের সম্মুখীন হয়েছেন।
সাম্প্রতিক লড়াইয়ে ইউক্রেন দাবি করেছে, উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ এলাকায় চারটি স্থান তারা দখলমুক্ত করতে পেরেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সাফল্য ক্রমান্বয়ে রুশ বাহিনীকে খারকিভ থেকে বের করে দিচ্ছে; যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যেখানে বোমাবর্ষণ করছিল দখলদাররা।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ মে, ২০২২)