ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে সারা দেশে বৃষ্টি
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রবল ঘূর্ণিঝড় অশনি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হবে।
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দেশের সবকটি বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানায় অধিদপ্তর।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় অশনি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সকাল ৬টায় ঘূর্ণঝড় আকারে ভারতে অন্ধ্র উপকূল ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করে। এটি আরও উত্তরপশ্চিম বা উত্তরদিকে অগ্রসর ও দুর্বল হয়ে ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
তিনি বলেন, ‘এর প্রভাবে সারা দেশেই এখন বৃষ্টি হচ্ছে।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ মে, ২০২২)