‘কাট’ বলার পরও থামেনি রণবীর-দীপিকার চুম্বন
দ্য রিপোর্ট ডেস্ক: সঞ্জয়লীলা বানসালি পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘রামলীলা’য় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছিলেন রণবীর-দীপিকা। এতে কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তারা। সেটাই তাদের মধ্যে ভালোবাসা, টান সৃষ্টি করেছে বলে শোনা যায়।
ওই সিনেমার জনপ্রিয় একটি গান হলো ‘আঙ্গ লাগা দে’। এর দৃশ্যে রণবীর-দীপিকাকে গভীর চুম্বন করতে দেখা যায়। এই দৃশ্যের শুটিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা। পরিচালক কাট বলার পরও থামেননি রণবীর-দীপিকা। চুমু খেতেই থাকেন বিরামহীনভাবে।
সম্প্রতি ‘জয়েশভাই জোরদার’ সিনেমার প্রচারণায় এক সাক্ষাৎকারে অংশ নেন রণবীর। সেখানেই অকপটে জানালেন ওই ঘটনা।
রণবীর বলেন, ‘কোনও কোনও দৃশ্যে আপনি এমনই ঘোরে চলে যাবেন যে, আচমকা সেই চরিত্র থেকে বেরোনো সম্ভব নয়। তেমনটাই ঘটেছিল সেখানে। আমরা ‘কাট’ শুনতে পাইনি। বা পেলেও একে অপরকে চুমু খাওয়া থামাতে পারিনি।’
২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘রামলীলা’ সিনেমাটি। এরপর রণবীর ও দীপিকার প্রেমের গল্প এগোতে থাকে। ২০১৮ সালে তারা বিয়ে করেন। এখন সুখেই চলছে তাদের সংসার।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ মে, ২০২২)