শাহজালালে চার্জার ফ্যানের ভেতরে লুকানো ছিল ২০ স্বর্ণের বার
দ্য রিপোর্ট প্রতিবেদক: গালফ এয়ারের ফ্লাইটের এক যাত্রীর লাগেজে ২০টি স্বর্ণের বার পাওয়া গেছে। লাগেজে থাকা একটি চার্জার ফ্যানের মধ্যে স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় লুকানো ছিল। এসব স্বর্ণ রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম জোনে স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে।
গতকাল বুধবার সন্ধ্যায় বিমানবন্দরের ওই ঘটনায় শফিকুল ইসলাম নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা কাস্টম হাউস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০টি স্বর্ণের বারের ওজন দুই কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার সন্ধ্যায় গালফ এয়ারের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে বাহরাইন থেকে দেশে আসেন প্রবাসী শফিকুল। পরে কাস্টম জোনে স্ক্যানিংয়ের সময় চার্জার ফ্যানের মধ্যে স্বর্ণের বার ধরা পড়ে। এরপর কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল স্বর্ণের বারগুলো জব্দ করে।
তবে শফিকুল ইসলাম এসবের কিছুই জানেন না বলে দাবি করেছেন। তাঁর দাবি, এক পরিচিত ব্যক্তি তাঁকে চার্জার ফ্যানটি দেশে নিয়ে যেতে দিয়েছিলেন। এ তথ্য জানিয়ে কাস্টম হাউস বলছে, বার উদ্ধারের ঘটনায় শফিকুলের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ মে, ২০২২)