বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পাওয়ার স্পন্সর ওয়ালটন
দ্য রিপোর্ট প্রতিবেদক: ১৫ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। এই সিরিজের পাওয়ার স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লোগো উন্মোচন অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপকে পাওয়ার স্পন্সর ঘোষণা করা হয়।
এবারের এই সিরিজের নামকরণ করা হয়েছে ‘মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ-২০২২, পাওয়ার্ড বাই ওয়ালটন।’
লোগো উন্মোচন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু), বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, টাইটেল স্পন্সর মিস্টার হোয়াইটের পক্ষ থেকে কাজী এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী রফিকুল আমিন, পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও মো. ফিরোজ আলম, ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের খন্দকার আলমগীরসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তানভীর আহমেদ বলেন, ‘আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়ালটন গ্রুপকে, যারা পাওয়ার্ড বাই হয়ে আমাদের পাশে আছে, ক্রিকেট বোর্ডের এই সিরিজটিকে স্পন্সর করার জন্য।’
এ ছাড়া কাজী এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানিয়ে টিটু বলেন, ‘আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কাজী এন্টারপ্রাইজ গ্রুপকে, যারা শ্রীলঙ্কা সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছে।’
ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক ও সিএমও মো. ফিরোজ আলম।
কাজী এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী রফিকুল বলেন, ‘আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি, যারা আমাদের সহযোগী প্রতিষ্ঠান কাজী এন্টারপ্রাইজকে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে গ্রহণ করে নেওয়ার জন্য। আমরা খুবই গর্বিত মনে করছি এ কারণে, বাংলাদেশের ৫০ বছরে বাংলাদেশে অনেক অর্জন রয়েছে, তার মধ্যে একটি বড় অর্জন হচ্ছে আমাদের ক্রিকেট টিম। এই ক্রিকেট আমাদের অনেক দূর এগিয়ে নিয়েছে, পৃথিবীর বুকে ক্রিকেট আমাদেরকে পরিচিতি দিয়েছে।’
ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক ও সিএমও মো. ফিরোজ আলম বলেন, ‘আজকে ওয়ালটন যে জায়গায় এসেছে, ক্রিকেট তার মধ্যে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়ালটন ক্রিকেট প্রিয় একটি ব্র্যান্ড। আপনারা জানেন, সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগেও আমরা টাইটেল স্পন্সর হিসেবে ছিলাম। এরপর একটু ফাঁকা ফাঁকা লাগছিল, শ্রীলঙ্কা দল আসার পর আপনাদের সঙ্গে আজকে বসে আবার সেই ক্রিকেট উৎসবের আমেজটা অনুভব করছি। ধন্যবাদ এই সমর্থনটা রাখার জন্য।’
এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায়, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে থেকে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ মে, ২০২২)