মা হতে যাচ্ছেন ক্যাটরিনা?
দ্য রিপোর্ট ডেস্ক: মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ! এ অভিনেত্রী এখন দুই মাসের অন্তঃসত্ত্বা। সন্তান আগমনের খবরে উচ্ছ্বসিত ক্যাটরিনা-ভিকি। গত কয়েকদিন ধরে বলিপাড়ায় এই গুঞ্জন উড়ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।
শুধু ক্যাটরিনা-ভিকি নয়, আনন্দের এ খবর জানার পর দুই পরিবারের সদস্যরাও উচ্ছ্বসিত বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তারকা জুটি ভিকি-ক্যাটরিনা।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বলিউডের এই আলোচিত প্রেমিক জুটি। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ১০ ডিসেম্বর এই দম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে উড়ে যান মালদ্বীপে। ফিরে এসেই নতুন ফ্ল্যাটে সংসার গুছিয়ে নেন তারা।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ মে, ২০২২)