২৪ বছরের সংসার ভেঙে যাচ্ছে সোহেল-সীমার
দ্য রিপোর্ট ডেস্ক: এবার সংসার ভাঙছে সালমান খানের আরেক ভাই সোহেল খানের। ২০১৭ সালে সালমানের ভাই আরবাজ খান ও মালাইকা আরোরার ১৮ বছরের সংসার ভেঙে যায়। আর এবার দীর্ঘ ২৪ বছরের সংসার জীবনের ইতি টানছেন সোহেল খান ও সীমা খান।
শুক্রবার (১৩ মে) মুম্বাইয়ের একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মুম্বাইয়ের পারিবারিক আদালতে হাজির হয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সোহেল খান ও সীমা খান। আদালত চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা।
তবে বিচ্ছেদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি সোহেল-সীমা কেউ। তবে কিছুদিন ধরেই নাকি আলাদা থাকছেন তারা। আদালত থেকে আলাদা আলাদাভাবে বেরিয়ে যান তার।
সোহেল খান ও সীমা খান ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০০ সালে তার ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান। ২০২১ সালে ইয়োহানের দশম জন্মদিন উদযাপন করেন এই দম্পতি।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৪ মে, ২০২২)