ফের করোনায় আক্রান্ত অক্ষয়
দ্য রিপোর্ট ডেস্ক: ফের করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
শনিবার অক্ষয় কুমারের ফের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাজানি হতেই মাথায় হাত। কারণ, সামনেই যে ‘কান চলচ্চিত্র উৎসব’! সেখানে এ বার রেড কার্পেট হাঁটার কথা ছিল ‘বচ্চন পাণ্ডে’-র। সে সব কিছুই হলো না আর। এখন করোনা সারাতে নিভৃতবাসেই দু’সপ্তাহ কেটে যাবে অভিনেতার।
সপ্তাহের শুরুতেই জানা গেছে, ‘কান ২০২২’-এ আকর্ষণ অক্ষয়। একইসঙ্গে এ দেশের তরফে প্যারিসের অতিথি হয়ে যাওয়ার কথা বলিউড সুর-তারকা এআর রহমান, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কপূরসহ আরো অনেকেরই। বাকি সব পরিকল্পনা আগের মতো থাকলেও বাদ পড়লেন অক্ষয়, যা নিয়ে মন খারাপ বলিউডের বাকি নিমন্ত্রিতদেরও। যদিও তার সুস্থতা নিয়েই এখন চিন্তিত সকলে।
২০২১-এর এপ্রিলে প্রথম বার করোনার কবলে পড়েছিলেন এ অভিনেতা। সমস্ত সতর্কতা মেনে চলা সত্বেও ফের করোনার কবলে। এই পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই বার্তা অক্ষয়ের, আপনাদের সবার শুভেচ্ছা আর ভালোবাসায় আমি খুব শিগগিরই সেরে উঠব। তা ছাড়া, আমি ভালোই আছি।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ মে, ২০২২)