শেষ ম্যাচেও হার পাকিস্তানের

দিরিপোর্ট২৪ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সুবিধা করতে পারেনি পাকিস্তান। এরই ধারাবাহিকতায় সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও হেরেছে মিসবাহ উল হকের দল।পাকিস্তানের বিপক্ষে ১১৭ রানের বিশাল ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা।
আগে ব্যাট করে এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত সেঞ্চুরির সুবাদে ৭ উইকেটে ২৬৮ রান করে দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১০২ বল খেলে ১১২ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এছাড়া ডু প্লেসিস ৪৬, ডি কোক ৩৪ ও ম্যাকলারেন ২৭ রান করেন। সাঈদ আজমল ৩টি ও ২টি উইকেট নেন জুনায়েদ খান।
জবাবে ৩৫.৩ ওভারে ১৫১ রান তুলেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দলের পক্ষে সবচেয়ে বেশি ৫৩ রান করেন শোয়েব মাকসুদ। এর মধ্যদিয়ে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৬৮/৭ (ভিলিয়ার্স ১১২*, প্লেসিস ৪৬, কোক ৩৪; আজমল ৩/৪৫)
পাকিস্তান: ১৫১ (মাকসুদ ৫৩, উমর আকমল ৩০, মিসবাহ ১৮; পার্নেল ৩/৩৬)
ফল: ১১৭ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা
ম্যাচসেরা: এবি ডি ভিলিয়ার্স
সিরিজসেরা: আর ম্যাকলারেন
(দিরিপোর্ট২৪/সিজি/এমআই/নভেম্বর ১২, ২০১৩)