দ্য রিপোর্ট ডেস্ক: আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে মেয়ের সঙ্গীর বিরুদ্ধে হত্যার অভিযোগই আনলেন পল্লবীর বাবা-মা।

অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতেই অভিনেত্রী পল্লবী দে-কে খুন করেছেন তাঁর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী, থানায় এমনই অভিযোগ জানালেন পল্লবীর বাবা।

একই সঙ্গে তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন, এই খুনের নেপথ্যে অভিনেত্রীর উপার্জিত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করারও উদ্দেশ্য ছিল খুনির।

সোমবার পল্লবীর মৃত্যুর পরের দিন বিকেলেই গরফা থানায় অভিযোগ জানাতে আসেন তাঁর বাবা নীলু দে। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রীর মা সঙ্গীতা দে এবং তাঁদের পরিবারের আইনজীবীও। তবে পুলিশের কাছে শুধু সাগ্নিকের বিরুদ্ধে নয়, সাগ্নিক-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে পল্লবীকে খুন করার অভিযোগ লিখিয়েছেন নীলু।

পল্লবীর বাবার অভিযোগ, পল্লবীর থেকে নিয়মিত অর্থসাহায্য নিতেন সাগ্নিক।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৭ মে, ২০২২)