বৃষ্টির কারণে আধঘণ্টা দেরিতে শুরু চতুর্থ দিনের খেলা
দ্য রিপোর্ট প্রতিবেদক: সকালে চট্টগ্রামে বৃষ্টির কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। সকাল ১০টায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে আধঘণ্টা পিছিয়ে এখন সাড়ে ১০টায় মাঠে নামেন খেলোয়াড়েরা। সকাল ১০টায় আম্পায়াররা মাঠের অবস্থা পর্যবেক্ষণের পর ম্যাচ শুরুর নতুন সময় জানিয়েছেন।
৩ উইকেটে ৩১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবে বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের চেয়ে এখনো ৭৯ রানে পিছিয়ে আছে টাইগাররা। তৃতীয় দিন শেষে লিটন দাস ও মুশফিকুর রহিম যথাক্রমে ৫৪ ও ৫৩ রানে অপরাজিত ছিলেন।
অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ রানের লড়াকু ইনিংসে চড়ে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৩৯৭ রানের পাহাড় গড়ছিল শ্রীলঙ্কা। ১৫ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে ৬ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চারশ ছোঁয়ার আগে বেঁধে ফেলতে অবদান রেখেছিলেন অফ স্পিনার নাঈম হাসান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে তামিমের অপরাজিত শতক ও জয়-লিটন-মুশফিকের অর্ধশতকে এখন চালকের আসনে রয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৮ মে, ২০২২)