দৌলতদিয়ার ফেরিঘাট তলিয়ে গেছে, শতাধিক যান আটকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: বর্ষা মৌসুম আসার আগেই হঠাৎ পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ার কারণে তলিয়ে গেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট। ডুবে রয়েছে ফেরিঘাটের সংযোগ সড়কসহ পন্টুনের একাংশ।
এ পরিস্থিতিতে এই ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ করণে দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
আজ শুক্রবার (২০ মে) সকাল থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়।
এতে ফেরিঘাটের সংযোগ সড়কে দেখা যায় সাত শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন। দীর্ঘ সময় পথে আটকে থেকে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।
দৌলতদিয়ার ৭টি ফেরিঘাটের মধ্যে এখন সচল রয়েছে মাত্র ৩টি ঘাট। এতে দক্ষিণবঙ্গ থেকে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
হঠাৎ নদীতে পানি বাড়ার কারণে পরিস্থিতি বেশি খারাপ হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
যাত্রী ও যানবাহন পারাপারে এই নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। তবে ঘাট সংকটের কারণে চলাচল বিঘ্ন হচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২০ মে, ২০২২)